করোনায় মৃত্যু আরও ৮০১, বেড়েছে শনাক্ত
ডেস্ক রিপোর্ট
220
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ১১:১০:৫৪ এএম
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুইশ’ জন।
বুধবার (১২ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৩ হাজার ৩৯৮ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৭ জনের এবং শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৭ হাজার ৩১১ জন এবং মৃত ৮৮ জন। ইতালিতে আক্রান্ত ৬৫ হাজার ৯১৭ জন এবং মৃত্যু ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪১ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ২৭ জন এবং আক্রান্ত ১৩ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৯৪ হাজার ৭৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৯৭০ জন এবং মৃত্যু হয়েছে ১০৯ জনের। একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৯৫ জন এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩