রাজধানীর মৌচাকে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী
ডেস্ক রিপোর্ট
220
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ১২:১০:২২ পিএম
রাজধানীর মৌচাক মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা আবুল হোসেন (৪০) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে সকালে মৌচাক মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম আবুল হোসেন বলে জানা গেছে। বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়। ওমান প্রবাসী তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তার কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা ও সব মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।
এদিকে আবুল হোসেনের সম্বন্ধী মো. এরশাদ জানান, তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বাবার নাম মাহমুদুল হক। গত তিন মাস আগেই তিনি ওমান গিয়েছিলেন। সেখানে বাগানে কাজ করার সময় তার হাত ভেঙে যায়। এ জন্য তিনি গতরাতে দেশে ফেরেন। সকালেও তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তখন তিনি বিমান থেকে ঢাকায় নেমেছেন বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টেকনাফগামী জাহাজের যাত্রীরা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় বাউলদের আখড়াবাড়িতে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা সিএমএম আদালত ভবনে আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩