ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

ডিভোর্স নিয়ে ফেসবুকে নচিকেতার পোস্ট


ডেস্ক রিপোর্ট
208

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ | ১১:০১:১১ এএম
ডিভোর্স নিয়ে ফেসবুকে নচিকেতার পোস্ট ফাইল-ফটো



টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জন্য ব্যাপক জনপ্রিয় দুই বাংলার শ্রোতা-দর্শকদের কাছে। সম্প্রতি রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক। যেখানে ডিভোর্সের কথা উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন নচিকেতা। ওই পোস্টে তিনি লিখেছেন, অবশেষে ডিভোর্সটা হয়েই গেল! তবে কার ডিভোর্স হয়েছে সেটা খোলাসা করেননি তিনি।

কিন্তু অনেকে  ধারণা করছেন হয়ত নতুন কোনো গান আসছে এই সংগীতশিল্পীর। যার শিরোনাম হতে পারে, ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়ে গেল।

আর এই স্ট্যাটাসটি দেওয়ার পরই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে নচিকেতার কমেন্ট বক্সে। তার অধিকাংশ ভক্ত-অনুরাগীই জানতে চেয়েছেন এই পোস্টের রহস্য আসলে কী।

[caption id="attachment_8785" align="aligncenter" width="576"]ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস[/caption]

প্রসঙ্গত, নচিকেতা চক্রবর্তী ১৯৯০-এর দশকে ‘এই বেশ ভাল আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তার গান সব স্তরের শ্রোতা-দর্শকরাই খুব পছন্দ করেন।


আরও পড়ুন: