ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

ব্যবধান ৪০ মিনিটের প্রাণ হারালো তিনজন


ডেস্ক রিপোর্ট
200

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:১৬ পিএম
ব্যবধান ৪০ মিনিটের প্রাণ হারালো তিনজন ফাইল-ফটো



৪০ মিনিটের ব্যবধানে সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন ও মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি ও শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ও শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পৌনে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

অপরদিকে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলায় ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আরও পড়ুন: