পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজ
ডেস্ক রিপোর্ট
281
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৫৫ এএম
পৌষসংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার বাড়িতে বাড়িতে শনিবার (১৪ জানুয়ারি), পালন করা হবে সাকরাইন উৎসব। এ উপলক্ষে ঘুড়ি ওড়ানো ছাড়াও চলবে নানা আয়োজন। বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর অন্যতম ঐতিহ্যবাহী পুরান ঢাকার এ সাকরাইন উৎসব।
যদিও এটা সমগ্র বাংলাদেশব্যাপী পালিত হয়না কিন্তু খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশি সংস্কৃতি। এটাকে ঐক্য এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়। সাকরাইন উৎসবকে পৌষসংক্রান্তি বা ঘুড়ি উৎসবও বলা হয়। এ উৎসবে অংশ নেন সব ধর্ম, পেশার বিভিন্ন বয়সের মানুষ। পুরান ঢাকার সাকরাইন উৎসব বর্তমানে ঢাকার সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ঢাকায় পৌষসংক্রান্তির এ দিনকে বলা হয় সাকরাইন। ঢাকাই ভাষায় ‘হাকরাইন’।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ঢাকাবাসী যাতে সাকরাইন উৎসব সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পালন করতে পারে, এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে অপরাধে জড়াতে না পারে; এজন্য নজরদারি থাকবে পুলিশের। এ ছাড়া এই রাতে সব ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত থার্টি ফার্স্টে ফানুস থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, এ অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটে ফানুস ও আতশবাজির কারণে। ঢাকা শহরের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ফানুস ওড়ালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকে। জ্বলন্ত ফানুসগুলো উড়ে কোথাও না কোথাও পড়ে। বাসাবাড়ির ছাদে নয়তো বস্তি এলাকার ঘরবাড়ির ওপর এগুলো পড়ে। ফলে অগ্নিকাণ্ড ঘটে। তাই ফানুস না ওড়াতে অনুরোধ জানা এই কর্মকর্তা।
[caption id="attachment_8600" align="aligncenter" width="600"] ফাইল-ফটো[/caption]
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, সাকরাইন পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। ওই উৎসবের সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা চাই সবাই যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করতে পারে। প্রতিবছরই দেখা যায় আতশবাজি ও ফানুসের কারণে দুর্ঘটনা ঘটে। এ বছর আমরা এর পুনরাবৃত্তি চাই না। এজন্য রাজধানীবাসীকে ফানুস না ওড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দোকানিরা যাতে ফানুস বিক্রি করতে না পারেন এজন্য চকবাজারসহ পুরান ঢাকার দোকানগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ।
তিনি বলেন, বর্ষপূর্তি উদযাপনেও মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ফানুস পড়ে রেল চলাচল বাধাগ্রস্ত হয়েছিল। তাই ফানুস না ওড়ানো বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এ ছাড়া উৎসব চলাকালীন আমাদের টিম টহলে থাকবে। অতিউৎসাহী কারও কারণে যদি অন্য নগরবাসীর সমস্যা হয়, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এবারও সাকরাইন দিবস উপলক্ষে ‘ঢাকাবাসী’ সংগঠনের উদ্যোগে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা টাওয়ারের ছাদে অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে বৃটিশ হাইকমিশনার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পিবিআই) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টেকনাফগামী জাহাজের যাত্রীরা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় বাউলদের আখড়াবাড়িতে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা সিএমএম আদালত ভবনে আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩