ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

‘হ্যাটট্রিক’ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মাশরাফির দল


ডেস্ক রিপোর্ট
223

প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:২১ পিএম
‘হ্যাটট্রিক’ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মাশরাফির দল ফাইল-ফটো



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের তৃতীয় ম্যাচ ডের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার চুড়ান্ত অবস্থানে উঠে এলো সিলেট স্ট্রাইকার্স। পরপর তিন খেলায় তৃতীয় জয় নিয়ে হাসিমূখে মাঠ ছাড়ে মাশরাফির দল।

তৌহিদ হৃদয়ের ফিফটিতে কুমিল্লার দেওয়া ১৪৯ রানের লড়াকু সংগ্রহ তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স। তাকে ২৮ রান করে  সঙ্গ দেন মুশফিকুর রহিম ও ২০ রান করা জাকির হাসান।

দলীয় ১২ রানে মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় সিলেট। তবে তাতে রানের গতি কমেনি। তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ ওভারেই ৮৫ রান করে ফেলে সিলেট। ১০ বলে ২০ রানের ঝকঝকে ইনিংস খেলে মোহাম্মদ নবির বলে ফেরেন জাকির হোসেন। তবে ধরে খেলেন হৃদয়। আগের ম্যাচের মতো এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক।

৩৭ বলে ৫৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে হৃদয় যখন ফিরলেন, তখন জয় থেকে মাত্র ২২ রান দূরে সিলেট। আকবর আলীকে নিয়ে মুশফিকুর রহিম সহজেই উতরে গেলেন সে লক্ষ্য।

শুরুতে টস জিতে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও ডেভিড মালান।

টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। এরপর ২৮ রানের জুটি গড়েন মালান ও সৈকত আলী। তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট খুইয়ে বসেন সৈকত। ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হওয়ার আগে ১২ বল খেলে করেন ২০ রান।

এদিন ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসও। তবে তার বিদায়ের পর ৫৩ রানের বড় জুটি গড়েন জাকের আলী অনিক ও মালান। ৩৯ রানে মালান ফেরার মাধ্যমে ভাঙে এই জুটি।

এরপর জাকের আলী ছাড়া বাকি সবাই শুধু আসা-যাওয়ার মাঝেই ছিলেন। একপ্রান্ত আগলে রেখে দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৭ রান করেন জাকের। আর কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি।

সিলেটের হয়ে থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুটি এবং মাশরাফী মোর্ত্তজা ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।


আরও পড়ুন: