ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

বাণিজ্য মেলায় কোটি টাকার খাট কিনলে মিলবে মোটর বাইক ও স্বর্ণালঙ্কার


ডেস্ক রিপোর্ট
208

প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:১৯ পিএম
বাণিজ্য মেলায় কোটি টাকার খাট কিনলে মিলবে মোটর বাইক ও স্বর্ণালঙ্কার ফাইল-ফটো



বাণিজ্য মেলায় একটি আসবাবপত্রের স্টলে উঠানো হয়েছে বিশাল আকৃতির একটি খাট। যার দাম চাওয়া হচ্ছে ১ কোটি টাকা। খাটটি দেখতে স্টলটিতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।

খাটটি যিনি তৈরি করেছে তিনি জানান, খাটটিতে ১৬ টি পরী, ৪টি প্রজাপতি ও ৪টি চাঁদ রয়েছে। এটি তৈরি করতে ৮৫ ঘনফুট সেগুন কাঠের প্রয়োজন হয়েছে। অত্যাধুনিক কারুকাজের মাধ্যমে এই খাট তৈরি করতে প্রায় ৩ বছর ২ মাস সময় লেগেছে।

খাটটি তৈরিতে কোনও ক্যাটালগ ব্যবহার করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা শুনেছি আগেকার দিনের রাজা-বাদশাহরা এ ধরণের খাট ব্যবহার করতেন। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই সম্পূর্ণ মনের মাধুরী দিয়ে শখের বশে এটি তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, এই খাটের সঙ্গে উপহার হিসেবে একটি এফ জেড মোটরসাইকেল এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেয়া হবে।

খাটের দাম ১ কোটি চাওয়া হলেও দামাদামি করার সুযোগ রয়েছে। খাটটির সঙ্গে ছবি তুলতে স্টলটিতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।


আরও পড়ুন: