নতুন বছরে টেস্ট র্যাঙ্কিংয়ে লিটনের নতুন মাইলফলক
খেলা ডেস্ক
211
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৩ | ১১:০১:০২ এএম
ব্যাট হাতে ২০২২ সালে অসাধারণ এক বছর কাটিয়েছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাট মিলিয়ে গত বছরে লিটন ছিলেন টাইগারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। তিন ফরম্যাটে ৪২ ম্যাচ খেলে এই ক্রিকেটার রান করেছেন ১৯২১ রান।
তার পরের অবস্থানে থাকা সাকিব আল হাসানের রান মাত্র ৯২২। লিটনের চেয়েও ৯৯৯ রানে পিছিয়ে তিনি। অসাধারণ এক বছর কাটানো লিটন সবচেয়ে বেশি সফল ছিলেন টেস্ট ফরম্যাটে। সাদা পোশাকের ক্রিকেটে গত বছরে লিটন রান তুলেছেন ১০ ম্যাচে ১৮ ইনিংসে ব্যাটিং করে বরাবর ৮০০।
যার কারণে বাংলাদেশের পক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিং র্যাঙ্কিংয়েও উঠেছিলেন তিনি। বছরের মাঝামাঝিতে একবার ১২তম অবস্থান করা লিটন বছর শেষও করেছেন একই অবস্থানে থেকে। তবে নতুন বছরে নতুন শুরুর মিশনে বড় এক সুসংবাদ পেয়েছেন লিটন।
বছরের শেষ টেস্টে ভারতের বিপক্ষে ৭৫ রানের ইনিংসের সুবাদে নিজের আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়েছেন লিটন। টেস্টে এই ব্যাটসম্যানের নতুন র্যাঙ্কিং এখনও ১১তম স্থান। যা বাংলাদেশের ইতিহাসেই সর্বোচ্চ।
এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন মার্নাস লাবুশেন। এই ক্রিকেটার ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন। এদিকে বাবর আজমকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন আরেক অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। ৮৮৩ রেটিং পয়েন্ট স্মিথের। মাত্র ১ পয়েন্ট কম থাকায় তিনে নেমে গেছেন বাবর।
পাকিস্তানের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন কিউই অধিনায়ক। চারে আছেন যথারীতি ট্রাভিস হেড। এদিকে শততম টেস্টে দ্বিশতক হাঁকানো ডেভিড ওয়ার্নার ১৭ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। লিটনের পেছনে থাকা বিরাট কোহলি আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫তম স্থানে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩