ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

পরী-রাজ, রাজ্যের জয় হোক


ডেস্ক রিপোর্ট
205

প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৩ | ১১:০১:০৬ এএম
পরী-রাজ, রাজ্যের জয় হোক ফাইল-ফটো



নানা জল্পনা-কল্পনাকে বিদায় জানিয়ে ফের একসঙ্গে দেখা গেল অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণিকে। অভিনেত্রী শিরিন শিলার ভিডিও কলের ফ্রেমে একসঙ্গে দেখা গেছে তাদের।

বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ভিডিও কলে কথা বলার কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন শিরিন শিলা। সেখানে রাজ-পরী ও তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে ভিডিওতে কথা বলতে দেখা যায় শিরিন শিলাকে।

শিরিন শিলা স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে বলেন, ‘অভিনন্দন বান্ধবী পরীমণি। সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।’‍

[caption id="attachment_8274" align="aligncenter" width="285"]স্ক্রিনশর্ট স্ক্রিনশর্ট[/caption]

তিনি আরও বলেন, ‘যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ, যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এরপর পরীমণি ফেসবুক স্ট্যাটাসে রক্তাক্ত বিছানার দাগের ছবি পোস্ট করেন এবং তার গায়ে হাত তোলার মতো অভিযোগ আনেন স্বামী রাজের বিরুদ্ধে। তারপর রাজ-পরী দু’জন পৃথক সময়ে সংবাদমাধ্যমে আলাপকালে বিচ্ছেদের কথা বললেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।


আরও পড়ুন: