ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

যারা প্রতারণা করে তাদের চেয়েও ভালো মানুষ আছে পৃথিবীতেঃ শাকিরা


ডেস্ক রিপোর্ট
209

প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:১৩ পিএম
যারা প্রতারণা করে তাদের চেয়েও ভালো মানুষ আছে পৃথিবীতেঃ শাকিরা ফাইল-ফটো



বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের প্রেম যেন দোল খেতো ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ফুটে উঠতো তাদের রোমাঞ্চকর মুহূর্ত।

কিন্তু হঠাৎ ১২ বছরের সম্পর্কের ইতি টানেন শাকিরা। ঠিক কী কারণে সম্পর্ক ভেঙেছিলেন এই পপ তারকা সেটা এখনও জানা যায়নি। তবে তাদের আকস্মিক এই বিচ্ছেদে রীতিমতো হতবাক হয়েছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা। এবার বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুলেছেন শাকিরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন এই গায়িকা। তবে ওই পোস্টেই তাদের বিচ্ছেদের কারণ লুকিয়ে রয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

ওই পোস্টে শাকিরা লিখেছেন, নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলো একই থাকে, তবে শুধু সময়ই একজন ভালো সার্জন হয়ে সেই ক্ষতটা সারিয়ে তুলতে পারে।

কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলে যাবেন না। কারণ, এই পৃথিবীতে যারা প্রতারণা করে, তাদের থেকেও অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে।

পপ তারকা আরও লিখেছেন, আমাদের কান্না কখনই অর্থহীন নয়। তারা সেই মাটিতেই সেচ দেয়, যেখানে আমাদের ভবিষ্যতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।

পোস্টটি পড়ার পর ভক্তরাও এই গায়িকাকে বেশ সসমর্থন করছেন। ওই পোস্ট থেকেই তার ভক্তরা অনুমান করছেন, পিকের জীবনে হয়তো অন্য কোনো নারী প্রবেশ করায় শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি।


আরও পড়ুন: