ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ থেকে দেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই


ডেস্ক রিপোর্ট
203

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ | ০২:১২:৪৫ পিএম
সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ থেকে দেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই ফাইল-ফটো



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আগুন সন্ত্রাস, ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় প্রস্তুত।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মাসেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেজন্য বিরোধীদের অন্তরে জ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলে ষড়যন্ত্র করছে তারা।

ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার মেয়ে শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না।


আরও পড়ুন: