কাদামাটিতে কি হাতড়ে বেড়াচ্ছেন জায়েদ খান!
ডেস্ক রিপোর্ট
213
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ০৩:১২:৫৬ পিএম
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। আপাতত শুটিংয়ে মনোযোগী হয়েছেন নায়ক। বর্তমানে পিরোজপুরে ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি।
সেই শুটিংয়ের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, কাদামাটিতে পড়ে আছেন জায়েদ খান। তার পরনে লুঙ্গি আর সাদা টি-শার্ট। গলায় ঝুলছে মাদুলি। এলোমেলো চুলে ছেয়ে গেছে পুরো মুখমণ্ডল।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। গত ১৭ ডিসেম্বর থেকে পিরোজপুরে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে।
[caption id="attachment_7914" align="alignright" width="663"] ফাইল ফটো[/caption]
শুটিং শুরুর দিন ফেসবুক স্ট্যাটাসে জায়েদ খান জানিয়েছিলেন, নিজের প্রাণের শহর পিরোজপুরে রয়েছি। জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এটা আমার জন্মস্থান পিরোজপুরে দ্বিতীয় কোনো চলচ্চিত্রের শুটিং। এর আগে এখানে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিং করেছি। সবাই দোয়া করবেন।’
আক্ষেপ করে নায়ক জানান, আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা ভালো নেই।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’-এ জায়েদ খান ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩