ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

মেসি সম্পর্কে কিছু অজানা তথ্য


ডেস্ক রিপোর্ট
218

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ | ০১:১২:১০ পিএম
মেসি সম্পর্কে কিছু অজানা তথ্য ফাইল-ফটো



ফুটবল বিশ্বে মেসি সেরা ফুটবলার। তবে তার সবকিছু কিন্তু আমরা জানি না। চলুন জেনে নেই ফুটবল ছাড়াও তার জীবনের অজানা কিছু তথ্য।

  1. ৯০০ লক্ষ ইউরো মেসি বছর শেষে আয় করেন।
  2. ইউনেস্কোর চ্যারিটেবল ট্রাস্টের ৪৮ শতাংশ আয় মেসির দান থেকে আসে।
  3. মেসি ১৮৯টি দেশে ৯৮৪৭টি স্কুল তৈরি করেছেন এককভাবে।
  4. আপনি শুনলে অবাক হবেন বিশ্বের ৪০মিলিয়ন শিশুর স্কুলের যাবতীয় ব্যয়ভার তিনি নিজে বহন করেন।
  5. ২০১৮ বিশ্বকাপের আর্জেন্টিনা দলের সিংহভাগ খরচ মেসি একাই বহন করেছিলেন।
  6. মেসি বার্সা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে নিলেও মোটা একটি অংশ বার্সার যুব উন্নয়ন প্রকল্পে দান করেন। এটি অবস্থিত লা মাসিয়ায়। মেসি নিজেও এখানে বড় হয়েছেন।
  7. বিশ্বের ১৫ মিলিয়ন পথ শিশুকে তিনি তার চ্যারিটেবল ট্রাস্ট থেকে সহায়তা করে থাকেন।
  8. মেসি থাকা অবস্থায় আর্জেনটিনা বিশ্বকাপে রানার্সআপ হয়। রানার্সআপের পুরো টাকা তিনি আর্জেনটিনার হাসপাতালগুলোতে দান করে দেন।
  9. তিনিই ইসরাইলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি ঘৃনা করি তাদের যারা নিরপরাধ শিশুদের হত্যা করে।
  10. মেসি বিশ্বের ৫০ জন ডোনেটরদের একজন ফোর্বেসের জরিপ অনুযায়ী।

আরও পড়ুন: