ডিডিএলজে'র বিখ্যাত ভঙ্গি রুনিকে শেখালেন শাহরুখ
ডেস্ক রিপোর্ট
203
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:১২:০৩ পিএম
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে প্রি ম্যাচ কভারেজে 'পাঠান' ছবির প্রমোশনে আসেন বলিউডের বাদশা শাহরুখ খান। ইংলিশ ফুটবলের তারকা ওয়েন রুনিকে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) সিনেমার বিখ্যাত পোজ শেখান তিনি। আর শাহরুখকে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় এশিয়ান তারকার খেতাব দেন রুনি।
এক সময় অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্নোত্তর পর্বের ভার দুই তারকাকে দিয়ে দেন। ‘পাঠান’ কাকে বলবেন? এই প্রশ্ন শাহরুখকে করেন রুনি। উত্তরে কিং খান বলেন, 'যে মানুষটিকে আপনি চরম সমস্যায় পড়লে সবার শেষে ডাকবেন। যেমন আপনি। ওয়েন রুনিই তো পাঠান।'
এ সময় বলিউড অভিনেতাদের প্রসঙ্গেও জানতে চান রুনি। তার উত্তরে মজা করে শাহরুখ জানান, ভারতীয় অভিনেতারা কিন্তু সবসময় চিকেন-রাইস খান না।
কথোপকথনের শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন দুই তারকা। প্রথমে ওয়েন রুনির গোল করার পরের উচ্ছ্বাসের ধরন দেখান শাহরুখ। তারপর আসে রুনির পালা। শাহরুখের বিখ্যাত পোজ দেওয়ার চেষ্টা করেন ফুটবল তারকা। তাঁর একটু অসুবিধা দেখে কিং খান নিজেই শিখিয়ে দেন, কীভাবে দু’বাহু প্রসারিত করতে হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই মুহূর্ত।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩