ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি’


ডেস্ক রিপোর্ট
206

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ | ১০:১২:৫৩ এএম
‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি’ ফাইল-ফটো



২০১৪ বিশ্বকাপের সেই কষ্টদায়ক মুহূর্ত যে এই বিশ্বকাপের আগ পর্যন্ত তাড়িয়ে বেড়িয়েছে ফুটবল জাদুকর লিওনেল মেসি। এবার যেন সবকিছু উজাড় করে দিলেন। আর যা কিছু পাওয়ার ছিল নিয়ে নিলেন সবই।

এবার বিশ্বকাপটা মেসি যেভাবে শুরু করেছিলেন তাতে তার মনে হচ্ছিল এবারের বিশ্বকাপটি হয়তো তিনি পাবেন। মেসিও দলকে বিশ্বকাপ জিতিয়ে বললেন সেই কথা।

মেসি বলেন, ‘আমি জানতাম ঈশ্বর বিশ্বকাপটা আমাকেই দেবেন। আমার নিজের ভেতর কেন যেন সেটি বারবার মনে হচ্ছিল।’

এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। তিনি বলেন, ‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।’

রোববার রাতে কাতারে ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এ ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্র হয়। ৫৬ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, জিতে নেন গোল্ডেন বুট। এছাড়া লিওনেল মেসি গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস জিতে নেন ‘বাজপাখি’ খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক ও ফাইনালে জয়ের অন্যতম নায়ক এমি মার্টিনেজ।


আরও পড়ুন: