ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

পছন্দের দল বাদ পড়লেও কার হাতে বিশ্বকাপ দেখতে চান বুবলী


ডেস্ক রিপোর্ট
208

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:১২:৪৪ পিএম
পছন্দের দল বাদ পড়লেও কার হাতে বিশ্বকাপ দেখতে চান বুবলী ফাইল-ফটো



ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ফুটবলে ব্রাজিলের সমর্থক করেন। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এ কারণে বেশ কষ্টও পেয়েছেন এই অভিনেত্রী। তাহলে এখন কাকে সমর্থন দিচ্ছেন বুবলী?

বুবলী বলেন, যোগ্যরা তার প্রাপ্ত সম্মান পাবে এটাই তো নিয়ম। মেসি বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত তার। তার মত যোগ্য লোকের হাতেই এবারের ট্রফি উঠুক এই প্রত্যাশাই করবো।

শুধু বুবলী নন, বিশ্বের কোটি কোটি ভক্তই চান বিশ্বকাপটা এবার মেসির হাতেই উঠুক।  ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ।

বুবলী বলেন, শুধু খেলোয়াড় হিসেবে নয়; গণমাধ্যমের বরাতে যতটা জেনেছি তাতে মনে হয়েছে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। বিশ্ব তারকা হয়েও দারুণ বিনয়ী তিনি। তার খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকেও মুগ্ধ করে। তাই খুব করেই চাই এই মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক।

তিনি বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে কী অসাধারণ খেলল আর্জেন্টিনা। কী অসাধারণ খেললেন মেসি। কী দারুণভাবে আলভারেজকে গোল বানিয়ে দিয়ে গোল করালেন। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা ট্রফি নেবেই।


আরও পড়ুন: