ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন


ডেস্ক রিপোর্ট
187

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ | ১২:১২:৩১ পিএম
শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন ফাইল-ফটো



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে দুটি ট্যাংক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দেরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ৩ নং টার্মিনালে একটি ট্যাংক লরি থেকে আরেকটিতে তেল নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুই লরিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


আরও পড়ুন: