ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

বড় পর্দার বাইরে প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ


ডেস্ক রিপোর্ট
209

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ১১:১২:৪৯ এএম
বড় পর্দার বাইরে প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ ফাইল-ফটো



এবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার। বড় পর্দার বাইরে এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। নতুন এই সিরিজের নাম ‘শিকারপুর’, পরিচালনায় নির্ঝর মিত্র।

রোমান্টিক থ্রিলার গল্পের এই সিরিজটি প্রযোজনা করছে জি ফাইভ। গল্পের কেষ্ট চরিত্রে দেখা যাবে অংকুশকে এবং তার নায়িকা চুমকি চরিত্রে থাকছেন কলকাতার ‘সেক্সি নায়িকা’ খ্যাত অভিনেত্রী সন্দীপ্তা সেন।

অঙ্কুশ বলেন, বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তারপর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।

নায়িকার কথায়, না কেন বলব। নির্ঝরের এত পরিষ্কার মাথা। নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি।


আরও পড়ুন: