ইতিহাসের পাতায় আজকের দিন
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:১২:৩০ এএম
ফাইল-ফটো
আজ ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার; ২৮ অগ্রহায়ণ। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলী
- ১৫৭৭ - স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন।
- ১৬৪২ - পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।
- ১৭৩৪ - ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে।
- ১৭৫৯ - আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়।
- ১৮৭০ - পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়।
- ১৮৭৯ - মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৯ - বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি করে।
- ১৯২১ - ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহাসাগর চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯২৩ - ডা. লি.ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন।
- ১৯৩০ - গ্রেফতার এগড়াতে ইংরেজ শাসন বিরোধী বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন।
- ১৯৩৭ - চীনের নানচিং শহরে জাপানি আগ্রাসী সেনাবাহিনীর গণহত্যা যজ্ঞ শুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পৈশাচিক গণহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।
- ১৯৭১ - নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়।
- ১৯৭১ - মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১৯৭৮ - চীনের কমিউনিস্ট পাটির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন পেইচিংএ সমাপ্ত হয়।
- ১৯৮১ - পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান জেরুজালেস্কি পোল্যান্ডে সামরিক শাসন জারি করেন।
- ১৯৮২ - উত্তর ইয়েমেনে ভূমিকম্পে দুই সহস্রাধিক নিহত।
- ১৯৮৮ - অ্যাঙ্গোলা, কিউবা ও দক্ষিণ আফ্রিকা কঙ্গোর ব্রাজাভিলে নামিবিয়ার স্বাধীনতা ও অ্যাঙ্গোলার শান্তিসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৯০ - ত্রিশ বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে এএনসি রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।
- ১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৯১ - কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।
- ১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কফি আনান জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন।
- ২০০১ - রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিত ‘মার্কিন-রাশিয়া আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি’ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।
- ২০০১ - ২৯তম অলিম্পিকস ক্রীড়া সংস্থার কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
- ২০০৩ - ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন সে দেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার হন।
জন্ম
- ১৫৩৩ - সুইডেনের এরিক ওয়াসা ।
- ১৬৮৪ - লুডভিন হলবেরগ, নরওয়েজিয়ান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।
- ১৭৯৭ - ক্রিশ্চিয়ান যোহান হাইনরিশ হাইনে, জার্মান সাংবাদিক, কবি ও সমালোচক।
- ১৮৯১ - কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।
- ১৯০৩ - জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
- ১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ ও গণিতবিদ ট্রাইগভে হা্ভেল্ম।
- ১৯২৩ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন।
- ১৯৩৪ - কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।
- ১৯৩৬ - প্রিন্স করিম আগা খান ।
- ১৯৪৫ - আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক হারমান কেইন।
- ১৯৬০ - ভারতীয় তেলুগু অভিনেতা ডাগুবাটি ভেঙ্কটেশ।
- ১৯৬৭ - মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও প্রযোজক জেমি ফক্স।
- ১৯৭৩ - এমরে আশিক, সাবেক তুর্কি ফুটবলার।
- ১৯৮৪ - স্প্যানিশ ফুটবলার সান্তি কাজোরলা।
- ১৯৮৭ - বাংলাদেশি সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
- ১৯৮৯ - আমেরিকান গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী টেইলর অ্যালিসন সুইফট।
মৃত্যু
- ১০৪৮ - বিশ্বখ্যাত ফার্সি পণ্ডিত, আরবীয় শিক্ষাবিদ ও গবেষক আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি।
- ১২৫০ - রোমান সম্রাট দ্বিতীয় ফেডরিখ।
- ১৪৬৬ - ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর দোনাতেল্লো।
- ১৫৫৭ - ইতালীয় গণিতবিদ ও প্রযুক্তিবিদ নিকোল ফন্টানা টারটাগ্লিয়া।
- ১৫৬০ - পোপ দ্বিতীয় ক্যালিস্টাস।
- ১৭৮৪ - ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।
- ১৯৩০ - বিনয় বসু, একজন ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
- ১৯৩০ - ফ্রিটজ প্রেগ্ল, নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান রসায়নবিদ ও চিকিৎসক।
- ১৯৩৫ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ভিক্টর গ্রিগনারড।
- ১৯৫৫ - এগাস মনিয, নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাইকোলজিস্ট ও নিউরোসার্জন।
- ১৯৮১ - প্রখ্যাত বাঙালি বিজ্ঞান গবেষক গিরিজাপতি ভট্টাচার্য।
- ১৯৮৬ - স্মিতা পাতিল বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ও থিয়েটার কর্মী।
- ১৯৯২ - ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
- ১৯৯৩ - ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়।
- ১৯৯৬ - চীনের নাটকের প্রতিষ্ঠাতা চাও ইউ।
- ২০১০ - রিচার্ড হোলব্রকে, আমেরিকান সাংবাদিক ও কূটনীতিক ও জাতিসংঘের ২২তম মার্কিন রাষ্ট্রদূত।
- ২০১১ - কবীর চৌধুরী, বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।
- ২০১২ - রাশিয়ান অভিনেত্রী নাতালিয়া কুস্টিন্সকায়া।
- ২০২০ – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩