ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

প্রকাশ্যে এলো মিথিলার ‘মায়া’ সিনেমার পোস্টার


ডেস্ক রিপোর্ট
204

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৩৩ পিএম
প্রকাশ্যে এলো মিথিলার ‘মায়া’ সিনেমার পোস্টার ফাইল-ফটো



ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়া’র অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। আর এ ছবির মাধ্যমেই ভারতীয় সিনেমায় পা রেখেছেন সৃজিত-ঘরনি।

ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রাজর্ষি দে। তিনি উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটির প্রেক্ষাপটকে কেন্দ্র করে সম্পূর্ণ বাঙালি ঘরানায় রূপ দিয়েছেন সিনেমায়।

জানা গেছে, মিথিলা ছাড়াও এই ছবিতে ভারতীয় বাংলা সিনেমার একাধিক বড় তারকা অভিনয় করেছেন। এর আগে এ ছবির সকল চরিত্রের প্রথম লুক প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশ পেল সিনেমার পোস্টার।

ছবিতে মিথিলার পাশাপাশি অভিনয় করছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধা।


আরও পড়ুন: