ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

লিটনকে আউট করতে রোহিতের ‘চুরি’ পড়লেন ধরা


খেলা ডেস্ক
223

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২ | ১২:১২:২৭ পিএম
লিটনকে আউট করতে রোহিতের ‘চুরি’ পড়লেন ধরা



তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে সুস্থে এগোচ্ছিলো টাইগাররা। এরই মাঝে লিটনকে ‘চুরি’ করে আউট করতে চেয়েছিলেন রোহিত শর্মা!

মূল ঘটনা ঘটে ইনিংসের ত্রয়োদশ ওভারে। এ সময় বোলিংয়ে আসেন ভারতের শাহবাজ আহমেদ। তার করা তৃতীয় ডেলিভারি লিটন দাসের ব্যাটের কানায় লেগে স্লিপে যায়, যা ধরে ফেলেন রোহিত। এ সময় বলটি তালুবন্দী অর্থাৎ ক্যাচ ধরেছেন এভাবে উদযাপন করেন তিনি।

তবে আম্পায়াররা রোহিতের আবেদনে সাড়া না দিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে যান। যেখানে দেখা যায় বল রোহিতের কিছুটা সামনে পড়েছে। অর্থাৎ, লিটনের ব্যাটে লেগে আসা বলটি আউট হওয়ার আইন অনুযায়ী ধরতে পারেননি রোহিত।

এ কারণে লিটনকে নট আউট ঘোষণা করেন আম্পায়াররা। ফলে বিফলে যায় রোহিতের অভিনয়। লিটন এ সময় ১৫ রানে ব্যাট করছিলেন। অন্যপ্রান্তে সাকিব অপরাজিত ছিলেন ৬ রানে।

এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। ৪১.২ ওভারে অল আউট হওয়ার আগে ১৮৬ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। এটি বাংলাদেশের বিপক্ষে ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।


আরও পড়ুন: