ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

বুবলীর ৪১ মিনিটের ভিডিওতে বেরিয়ে এলো যেসব তথ্য


ডেস্ক রিপোর্ট
204

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২ | ১১:১২:৫০ এএম
বুবলীর ৪১ মিনিটের ভিডিওতে বেরিয়ে এলো যেসব তথ্য ফাইল-ফটো



সম্প্রতি হালের নায়িকা শবনম বুবলীর একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানান অভিনেত্রী। কিন্তু সংবাদ সম্মেলন না করে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ৪১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে কিছু বক্তব্য দিয়েছেন তিনি।

ভিডিওতে তিনি শাকিব খানের বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মধ্যে আছে শাকিব খানের সঙ্গে তার বিয়ে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ের কথা, সম্প্রতি নিজের জন্মদিনে পাওয়া নাকফুলের প্রসঙ্গ, অপু বিশ্বাসের প্রসঙ্গ ইত্যাদি।

ভিডিওটি সম্পর্কে শবনম বুবলী বলেন, মানুষের অনেক প্রশ্ন ছিল, সাংবাদিক সম্মেলন না করে ভিডিওতে তার উত্তর দিলাম। আশা করি সবার কাছে পরিষ্কার হবে বিষয়গুলো।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে ও সন্তানের বিষয়টি।

তার কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই  আমাদের বিয়ের তারিখ। আর ২০২০ সালের ২১ মার্চ আমার ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখ।


আরও পড়ুন: