ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

বলিউডে ‘সার্কাস’ সিনেমায় কাজ করে পূজার স্বস্তি


ডেস্ক রিপোর্ট
202

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:১২:২৫ পিএম
বলিউডে ‘সার্কাস’ সিনেমায় কাজ করে পূজার স্বস্তি ফাইল-ফটো



তেলেগু ভাষার ছবিতেই বেশি কাজ করেছেন পূজা হেগড়ে। বলিউডে তার কাজ খুবই কম। ‘মহেঞ্জেধারো’, ‘হাউজফুল ফোর’ ও ‘রাধে শ্যাম’ নামে তিনটি ছবি মুক্তি পেয়েছে বলিউডে। এবার করেছেন রোহিত শেঠির পরিচালনায় ‌‘সার্কাস’ ছবিটি। ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে পূজা জানিয়েছেন, ছবিটিতে কাজ করতে গিয়ে স্বস্তি পেয়েছেন তিনি। পূজা বলেন, বছর শেষ করার মতো দারুণ একটি ছবি হতে চলেছে সার্কাস। পুরোপুরি পারিবারিক বিনোদনধর্মী একটি ছবি। রণবীর, রোহিত স্যারসহ আমরা সবাই অনেক আনন্দ নিয়ে ছবির কাজ শেষ করেছি। একটি পারিবারিক ছবি বলা যায় সার্কাসকে। যদিও আমি বলিউডে নতুন তারপরও মনে হয়েছে নিজের ঘরেই আছি। আমাদের সবার জন্য ছবিটি বিশেষ। ছবিটি আমাদের হৃদয়ের খুব কাছের’। পূজা হেগড়ে ‘সার্কাস’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার নায়িকা হিসেবে আছেন পূজা হেগড়ে ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।


আরও পড়ুন: