ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

রিজওয়ানের ৭৮ রানে ভর করে পাকিস্তানের সংগ্রহ ১৬৭


নিউজ ডেস্ক
197

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২ | ১০:১০:৫৯ এএম
রিজওয়ানের ৭৮ রানে ভর করে পাকিস্তানের সংগ্রহ ১৬৭



ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে তারা। ৫০ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পাক ওপেনার রিজওয়ান।

শুক্রবার (৭ অক্টোবর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই ব্যাট করতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলার পর দলকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান রিজওয়ান। ৫০ বলে খেলেন ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। অপরাজিত থাকা পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কায় সাজার তারা ইনিংসটি।


আরও পড়ুন: