দুইবারের বেশি যেসব খাবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য বিপদ
ডেস্ক রিপোর্ট
216
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ০৩:১২:২৩ পিএম
সময় এবং শ্রম দুই-ই বাঁচাতে একবারে রান্না করে রাখেন অনেকেই। এতে বাড়তি সময়ও লাগে না। খাওয়ার সময়ে শুধু গরম করে নিলেই হলো। ‘জার্নাল অব এগ্রিকালচার ফুড অ্যান্ড কেমিস্ট্রি’-র একটি প্রতিবেদন অনুসারে, বেশ কিছু খাবার বার বার গরম করা ঠিক নয়। তাতে খাবারের পুষ্টিগুণ তো চলে যায় বটেই, সেই সঙ্গে খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। চলুন তবে জেনে নেয়া যাক যে খাবারগুলো এক বারের বেশি করে গরম করে খাওয়া ঠিক না-
মুরগির মাংস
মুরগির মাংস বেশি পরিমাণে রেঁধে ভাবছেন পরের দিন গরম করে খাবেন? এই ভুল না করাই ভালো। মুরগির মাংস গরম করার সময়ে প্রোটিনের গঠন খানিকটা বদলে যায়, যা খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। একান্তই মাংস বেশি পরিমাণে রেঁধে ফেললে ফ্রিজ থেকে বার করে ঘরোয়া তাপমাত্রায় রেখে খান।
আলুর তরকারি
সকালে লুচির সঙ্গে রান্না করা আলুর তরকারি অনেকটা বেঁচে গিয়েছে। ভাবলেন রাতে রুটির সঙ্গে এই তরকারি দিয়েই চালিয়ে দেবেন। এতে সময় হয়তো বাঁচবে, কিন্তু সমস্যা হতে পারে। আলুর তরকারি বার বার গরম করে খাবেন না। এতে আলুর যে নিজস্ব পুষ্টিগুণ, তা নষ্ট হয়ে যেতে পারে। গরম করা আলুর তরকারি খেলে পেটের সমস্যা হওয়ার ঝুঁকি থেকে যায়।
শাক
পুঁইশাক, পালংশাক, লালশাক— কোনো ধরনের শাকই দ্বিতীয় বার গরম করা উচিত নয়। শাকপাতায় নাইট্রেট থাকে। রান্না করা শাকের তরকারি পুনরায় গরম করা হলে ঐ নাইট্রেট থেকে নাইট্রোস্যামাইন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা শরীরের ক্ষতি করে।
ডিম
ডিমের ঝোল, ডিম কষা, ডিম সিদ্ধ বা অমলেট, কোনোটিই গরম করে খাওয়া ভালো নয়। কারণ ডিম দ্বিতীয় বার গরম করলে তার প্রোটিন নষ্ট হয়ে যায় এবং ডিমের মধ্যেই নানা ক্ষতিকারক ব্যাক্টেরিয়া জন্মায়। এই ব্যাক্টেরিয়া পেটে গেলে শরীর খারাপ হতে পারে।
ভাত
সময় এবং গ্যাস বাঁচাতে অনেকেই দুই বেলার ভাত একসঙ্গে করে রাখেন। গ্যাস থেকে নামানোর পরে ভাত যদি ঘরের তাপমাত্রাতেই রেখে দেওয়া হয়, তা হলে ভাত ঠান্ডা হয়ে গেলে নানা ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করে। সেই ঠান্ডা হওয়া ভাত যদি আবার গরম করা হয়, তবে ব্যাক্টেরিয়াগুলোর ক্ষতিকারক প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩