ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

আজকের খেলার সময়সূচি ছোট পর্দায়


খেলা ডেস্ক
197

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ১০:১২:২৫ এএম
আজকের খেলার সময়সূচি ছোট পর্দায় ফাইল-ফটো



ফিফা ফুটবল বিশ্বকাপে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ‘এফ’গ্রুপে রাত ৯টায় মরক্কোর মুখোমুখি হবে কানাডা এবং বেলজিয়ামের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এছারাও রয়েছে আরও বেশ কিছু খেলা। কোথায় কি খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় চোখ রাখবেন।

কাতার বিশ্বকাপ-২০২২

ক্রোয়েশিয়া-বেলজিয়াম রাত ৯টা, বিটিভি ও টি স্পোর্টস

কানাডা-মরক্কো রাত ৯টা, গাজী টিভি

জাপান-স্পেন রাত ১টা, বিটিভি ও গাজী টিভি

কোস্টারিকা-জার্মানি রাত ১টা, টি স্পোর্টস

প্রথম বেসরকারি টেস্ট

বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’

সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি লাইভ

রাওয়ালপিন্ডি টেস্ট- প্রথম দিন

পাকিস্তান-ইংল্যান্ড

বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ২


আরও পড়ুন: