ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

ফেসবুকে পরীমণির ভালোবাসা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস


ডেস্ক রিপোর্ট
209

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ | ১২:১১:০১ পিএম
ফেসবুকে পরীমণির ভালোবাসা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস ফাইল-ফটো



ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। পরীমণি সোশ্যালে প্রায়ই সংসার ও ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের কথা তুলে ধরেন। এতে সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। শুভাকাঙ্ক্ষীরাও প্রিয় তারকাকে নিয়ে কৌতূহল মেটাতে পারেন। এবার তিনি ভালোবাসা নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘যদি একজন মানুষ গভীরভাবে এবং পাগলের মতো আপনাকে ভালোবাসে তাহলে তাকে আপনার থেকে কেউ চুরি করতে পারবে না। যদি তার চোখ দুটোয় শুধু আপনি থাকেন তাহলে অন্য কোনো নারী তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না।’ [caption id="attachment_7176" align="aligncenter" width="712"]স্ট্যাটাস স্ট্যাটাস[/caption] ‘একজন মানুষ যদি আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার মনকে তার নিজের মনে করে তাহলে সে কখনোই হতাশ করবে না আপনাকে। সে কখনোই আপনার সঙ্গে অসৎ আচরণ করবে না এবং প্রতারণা করবে না। যিনি সত্যিই আপনাকে ভালোবাসে তিনি আপনার কষ্ট বুঝবে এবং তার ভালোবাসা দিয়ে নিরাময় করবে আপনাকে।’ তিনি লেখেন, ‘সেই মানুষটি যদি আবেগতাড়িত থাকে এবং আপনার অনুভূতির প্রতি যত্নবান হয়ে থাকে তাহলে তিনি কখনোই এমন কিছু করবে না যা কাঁদায় আপনাকে। তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে আঘাত করবে না আপনাকে এবং কখনোই আপনাকে চোখে অশ্রু নিয়ে বিছানায় যেতে দেবে না।’ সবশেষ অভিনেত্রী লেখেন, ‘একজন মানুষ সত্যিই ভালোবাসলে সে চিরদিন আপনার পাশে থাকবে এবং পৃথিবীর কোনো কিছুই আপনার প্রতি থেকে তার অনুভূতি ও ভালোবাসা পরিবর্তন করতে পারবে না।’


আরও পড়ুন: