ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

করোনায় শনাক্ত ২ লাখ ছাড়িয়ে, মৃত্যুর সংখ্যা ৬১৬


নিউজ ডেস্ক
205

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ১০:১০:৩১ এএম
করোনায় শনাক্ত ২ লাখ ছাড়িয়ে, মৃত্যুর সংখ্যা ৬১৬



বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত এক মাসের পরিসংখ্যন অনুযায়ী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় হাজারের নিচে নেমে এসেছে। আর আক্রান্তের সংখ্যা দুই থেকে তিন লাখের মধ্যে থাকছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনের। অন্যদিকে শনাক্তের সংখ্যা ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জন।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৯২ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জন মারা গেছেন।

জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ৭৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ২৩০ জন মারা গেছেন।


আরও পড়ুন: