১৯৭৫ সালের এসএসসি পরীক্ষার্থী আজাদের ৬৭ বছর বয়সে স্বপ্ন পূরণ
ডেস্ক রিপোর্ট
190
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ০২:১১:০৭ পিএম
শিক্ষা অর্জনের জন্য বয়স কোনো বিষয় না, দরকার ইচ্ছাশক্তি। বিষয়টি প্রমাণ করে দিলেন ৬৭ বছর বয়সী আবুল কালাম আজাদ। তিনি এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৯৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ। নানা অভাবের কারণে পড়ালেখা করতে পারেননি তিনি। তবে তিন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে শিক্ষক, মেঝ ছেলে কামিল পাস ও ছোট ছেলে প্রকৌশলী।
আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ১৯৭৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় অভাবের কারণে পড়তে পারিনি। সে সময় পরিবার চালাতে হিমশিম খেতে হয়েছিল। তাই ঢাকায় চলে যাই। ঢাকাতে গিয়ে পড়ালেখা করতে চেয়েছি। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরে ঢাকা থেকে সৌদি আরব চলে যাই। সেখানে দীর্ঘ ১৮ বছর থাকি। বাড়ি ফিরে সাংসারিক কাজের ফাঁকে শুরু করি লেখালেখি। ইতোমধ্যে অসংখ্য কবিতা, ছড়া, উপন্যাস ও গান লিখেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ২৭টি কবিতা লিখেছি। আর বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচটি কবিতা লিখেছি। আমি চাই আমার লেখা কবিতা যেন প্রধানমন্ত্রী হাতে পৌঁছাক।
নতুন করে পড়ালেখা করে পাস করার অভিজ্ঞতা তুলে ধরে কালাম বলেন, প্রথমে সবাই হাসাহাসি করলেও এখন আমি পাস করাই তারা খুশি। তারা আমার পরীক্ষার ফলাফলের খোঁজ-খবর নিয়েছে। মহানবী (সা.) শিক্ষা গ্রহণের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যেতে বলেছিলেন। তাই আমি আমার ইচ্ছাটা শেষ বয়সে হলেও পূরণ করতে পেরেছি।
কালামের মেঝ ছেলে আরিফুল ইসলাম বলেন, বাবা আমাদের লেখাপড়া ও সংসার চালাতে অনেক কষ্ট করেছেন। তার ইচ্ছে থাকার পরও পড়াশোনা করতে পারেননি। তিনি শেষ বয়সে এসে পরীক্ষা দিয়ে পাস করেছেন। এতেই আমরা খুশি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩