রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন ঢালিউড অভিনেত্রী মাহি
ডেস্ক রিপোর্ট
200
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ১২:১১:৪০ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।
মাহিয়া মাহি সিনেমার তারকা হলেও পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই নায়িকা।
দায়িত্বে যাওয়ার পরপরই মাহি শুরু করেছেন নিয়মিত জনসংযোগ। সেসব ছবিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের নারীদের নিয়ে জনসংযোগের পর ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে বাড়ির আঙিনায় কৃষি উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নে ‘মা সমাবেশ’ এর মাধ্যমে মৌসুমী বীজ বিতরণ করি এবং সরকারের ব্যাপক উন্নয়ন ও সাফল্য মা বোনদের মাঝে তুলে ধরি।’ এই জনসংযোগকে মাহি ‘মা সমাবেশ’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রীর স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩