ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

আর্জেন্টিনার খেলার বিরোধিতায়, বন্ধুর হাতে বন্ধু খুন


খেলা ডেস্ক
199

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ০৩:১১:৩৫ পিএম
আর্জেন্টিনার খেলার বিরোধিতায়, বন্ধুর হাতে বন্ধু খুন ফাইল-ফটো



চাঁদপুর সদর উপজেলায় আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাগবিতণ্ডার জেরে মেহেদী নামে এক বন্ধুকে ছুরিকাঘাত করেছেন আরেক বন্ধু। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদীর বন্ধু বরকতকে আটক করেছে পুলিশ।

নিহত মেহেদী সদর উপজেলা বাগাদী ইউনিয়নের কাঁচা মালের ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহত মেহেদীর বাবা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ঐ রাতে আমার ছেলেকে খেলা নিয়ে মারধর করে বরকত। ঐ ঘটনায় সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করে অন্ধকারে ফেলে রেখে যায় বরকত। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছি। আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন: