বিশ্বকাপে আজ থেকে একই সময় দু’ টি করে খেলা
খেলা ডেস্ক
180
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ১০:১১:২০ এএম
মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। এখনও পর্যন্ত ফ্রান্স, পর্তুগাল ও ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করেছে। বাকিদের মধ্যে কারা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যাবে তা এই খেলাগুলির উপরে নির্ভর করবে। সে কারণে একই গ্রুপের চারটি দল শেষ রাউন্ডে একই সময়ে ম্যাচ খেলতে নামবে। অর্থাৎ, একই সময়ে শুরু হবে দু’টি করে খেলা। এই পরিস্থিতিতে কোন কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা?
এখনও পর্যন্ত টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে গাজী টিভি, টি-স্পোর্টস, বিটিভি ও স্পোর্টস ১৮ চ্যানেলে। কিন্তু যখন জোড়া ম্যাচ হবে তখন কিভাবে দেখবেন ম্যাচগুলো? জানা গেছে, একই সময়ে দু’টি খেলা শুরু হলে গাজী টিভি, টি-স্পোর্টস, বিটিভি, স্পোর্টস ১৮ চ্যানেল, স্পোর্টস ১৮ এইচডি ও এমটিভি এসডি চ্যানেল খেলাগুলো সম্প্রচার করবে। তবে কোন দলের খেলা কোন চ্যানেলে দেখা যাবে সেটা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এ’র চারটি দল। ইকুয়েডর বনাম সেনেগালের ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস। আর কাতার বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি দেখাবে বিটিভি ও গাজী টিভি। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ বি’র চারটি দল খেলবে। ইরান বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি দেখাবে গাজী টিভি ও ইংল্যান্ড বনাম ওয়েলসের ম্যাচটি দেখাবে বিটিভি ও টি-স্পোর্টস।
বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ ডি’র চারটি দল। অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ও তিউনিশিয়া বনাম ফ্রান্স। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ সি’র চারটি দল খেলবে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ও মেক্সিকো বনাম সৌদি আরব।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এফ-এর চারটি দল। বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া ও কানাডা বনাম মরক্কো। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ ই’র চারটি দল খেলবে। জার্মানি বনাম কোস্টারিকা ও স্পেন বনাম জাপান।
শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এইচ’র চারটি দল। ঘানা বনাম উরুগুয়ে ও পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ জি’র চারটি দল খেলবে। ব্রাজিল বনাম ক্যামেরুন ও সার্বিয়া বনাম সুইজারল্যান্ড।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩