ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট


ডেস্ক রিপোর্ট
207

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ০৩:১১:৪৩ পিএম
বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট ফাইল-ফটো



বাজারে আসছে নতুন দুই টাকা ও পাঁচ টাকার নোট। মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকেই পাওয়া যাবে এসব নোট। সোমবার (২৮ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিনিয়র অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই টাকা ও পাঁচ টাকার নোটে সিনিয়র অর্থ সচিবের স্বাক্ষর সংযোজন করে এ নোট মুদ্রণ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।


আরও পড়ুন: