ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বালুবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত


ডেস্ক রিপোর্ট
283

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ১০:১১:২৭ এএম
পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বালুবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত ফাইল-ফটো



দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার পৌর এলাকার আজাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশয়ারা গ্রামের সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই অন্য আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক শিলন মিয়া।  গুরুতর আহত অবস্থায় হেলপার রাজ্জাককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় দুমড়ে-মুচড়ে যায় পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ট্রাচালকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে রয়েছে হেলপারের মরদেহ। তাদের পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: