ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট
278

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ | ১২:১১:৩৩ পিএম
বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু ফাইল-ফটো



ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ডেবাডাঙ্গী নামের স্থানে ঢাকাগামী কোচ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন মারা গেছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার হরিহরপুর গ্রামের  মাসুদ (৫০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৭)এবং মেয়ে মেহেরুন (১৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে বাড়ি থেকে ভেলাজান মাদরাসার উদ্দেশে মেয়েকে রাখতে মোটরসাইকেল যোগে বের হয়। পথিমধ্যে ডেবাডাঙ্গী নামের স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কোচের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মনোয়ারা বেগম মারা যান।

পরে মুমূর্ষু অবস্থায় তার স্বামী ও মেয়েকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: