উর্বশীর ‘বার্বি ডল’ রূপে হাজির হওয়া ৫০ লাখ টাকার সাজ!
ডেস্ক রিপোর্ট
192
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ১২:১১:২১ পিএম
বলিউডের নামকরা মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতা সর্বাধিক বিজয়ীর রেকর্ড গড়েছেন তিনি। অভিনয়ে জনপ্রিয়তা না পেলেও ফ্যাশন জগতে তার আলাদা সুনাম রয়েছে।
দুবাইয়ের একটি অনুষ্ঠানে ‘বার্বি ডল’ রূপে হাজির হয়েছিলেন উর্বশী। গোলাপি রঙের টিউব টপ বডিকন গাউনজুড়ে ছিল সিমারের কাজ। সঙ্গে গায়ে জড়িয়েছিলেন মানানসই গোলাপি রঙের স্কার্ফ। স্মোকি আইশ্যাডো, নিউটল কালারের লিপস্টিকের সঙ্গে কানে পরেছিলেন হিরের দুল, হাতে আংটি। এ ছাড়াও বিশেষ আকর্ষণীয় ছিলো তার হিরে বসানো মাথার মুকুট। এমন মোহনীয় সাজে সকলের নজর কাড়েন তিনি। মাত্র কয়েক ঘন্টার এই সাজের পেছনে ৫০ লাখ টাকার বেশি খরচ করেছেন উর্বশী।
বার্বি ডল লুকের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উর্বশী। বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে নেটিজেনদেরও চোখ আটকে যায়। তার প্রতিটি পোস্টে লাখ লাখ প্রতিক্রিয়া জমা পড়েছে।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নিজের লুকের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছেন উর্বশী। মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় কিস্তিতে হীরার মাস্ক পরে আলোচনায় এসেছিলেন তিনি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩