পাথরবোঝাই কার্গোডুবি মোংলা বন্দরে
ডেস্ক রিপোর্ট
209
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ১২:১১:০৯ পিএম
বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার তিন নম্বর অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় পাথরবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে ওই এলাকায় কার্গোটি ডুবে যায়। এ সময় রাতেই ডুবন্ত ওই জাহাজের ১০ কর্মীকে উদ্ধার করা হয়।
জানা গেছে, বন্দরের হাড়বাড়ীয়ার ছয় নম্বর অ্যাংকোরেজে থাকা লাইবেরিয়ান পতাকাবাহী এম ভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে বুধবার রাতে ৭০০ টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এম ভি মাস্টার দিদার। পরে খুলনার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে এলে হাড়বাড়ীয়ার তনি নম্বর অ্যাংকোরেজ এলাকায় অসতর্কতাবশত মূল চ্যানেলের বাইরের চরে ঠেকে যায়। এ সময় রাত ১২টার দিকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, পাথরবোঝাই জাহাজটি হাড়বাড়ীয়ার মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এ কারণে বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন-নির্গমন ও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। তারপরও দুর্ঘটনাকবলিত স্থানে লাল নিশানা টানানোর পাশাপাশি মালিকপক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনের জন্য চিঠি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, জাহাজটিতে থাকা ১০ জনকে আশপাশের কার্গোর কর্মীরা উদ্ধার করেন। তারা সবাই সুস্থ আছেন।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টেকনাফগামী জাহাজের যাত্রীরা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় বাউলদের আখড়াবাড়িতে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা সিএমএম আদালত ভবনে আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩