ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

টি-টেনে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল বাংলা টাইগার্স


ডেস্ক রিপোর্ট
207

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ১১:১১:১৭ এএম
টি-টেনে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল বাংলা টাইগার্স ফাইল-ফটো



টি-টেন লিগে দারুণ জয় পেয়েছে বাংলা টাইগার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে তারা হারায় ১৯ রানে। বাংলা টাইগার্সের হয়ে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।

বুধবার (২৩ নভেম্বর) আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবরা। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও  অর্ধ-শতক তুলে নেন লুইস। ব্যাট হাতে ৬ বলে ১৪ রান করেন সাকিব।

১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।


আরও পড়ুন: