ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা ছাড়াও যত খেলা


খেলা ডেস্ক
196

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৩৭ এএম
বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা ছাড়াও যত খেলা ফাইল-ফটো



ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে, ‘ই’ গ্রুপে বিকেলে মরক্কোর মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও সন্ধ্যায় জার্মানি খেলবে জাপানের বিপক্ষে। অন্যদিকে ‘এফ’ গ্রুপে রাতে স্পেন মুখোমুখি কোস্টারিকার ও মধ্যরাতে বেলজিয়াম খেলবে কানাডার বিপক্ষে।

গ্রুপের অপর ম্যাচে শিরোপার দাবিদার অন্যতম ফেভারিট বেলজিয়াম মুখোমুখি হবে কানাডার। গেলো বিশ্বকাপে সেমিফাইনালিস্ট বেলজিয়ামের বিশ্বমঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ।

বিশ্বমঞ্চের খেলাসহ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। কোথায় কি খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা এক নজরে দেখে নিন-

২০২২ বিশ্বকাপ ফুটবল

মরক্কো-ক্রোয়েশিয়া

সরাসরি, বিকেল ৪টা

বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

জার্মানি-জাপান

সরাসরি, সন্ধ্যা ৭টা

বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

স্পেন-কোস্টারিকা

সরাসরি, রাত ১০টা

বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

বেলজিয়াম-কানাডা

সরাসরি, দিবাগত রাত ১টা

বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

কাবাডি

প্রো কাবাডি লিগ

সরাসরি, রাত ৭টা ৫০ মিনিট;

স্টার স্পোর্টস টু


আরও পড়ুন: