বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
206
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ | ১১:১১:২২ এএম
বিশ্বব্যাপী করোনায় আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮৯০ জন। ফলে এ সংখ্যা নিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৮০২ জনে আর মৃত্যুর সংখ্যা ৬৬ লাখ ২৪ হাজার ৯১৯ জন।
গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জার্মানিতে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্স। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২০ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৩২৮ জন। অন্যদিকে জাপানে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের।
দক্ষিণ কোরিয়ায় গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৪১৮ জনের। আর মৃত্যু হয়েছে ৬৩ জনের। ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬০ জনের। আর শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৫১ জন। ব্রাজিলে এ সময়ে ৩০ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩