ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৩ ডিসেম্বর ২০২২

বিশ্বজুড়ে যে ১০টি পাসওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়


ডেস্ক রিপোর্ট
212

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৪:১১:৫৮ পিএম
বিশ্বজুড়ে যে ১০টি পাসওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ফাইল-ফটো



২০২২ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনার জনপ্রিয় সফটওয়্যার ‘নর্ডপাস’। সেখানেই উঠে আসে বেশ কিছু অবাক করা পাসওয়ার্ড।

চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো ‌‌‘password’। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘bigbaske’ ও ‘123456’।

ইন্টারনেটে প্রকাশিত কয়েক লাখের বেশি পাসওয়ার্ড সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে নর্ডপাস। জানা গেছে, ভারতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন অনলাইন সার্ভিসে সাইন আপ করার জন্য পাসওয়ার্ড হিসেবে ‘password’ শব্দটিকেই ব্যবহার করছেন।

বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় আরও আছে যথাক্রমে 12345678, 123456789, 1234567890, 111111, pass@123, abcd1234 ও anmol123। জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় আরো রয়েছে, googledummy, iloveyou ও admin।

নর্ডপাসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে কেউ শতভাগ নিরাপদ নয়। হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকতে চাইলে ব্যবহারকারীদের এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, যা সহজে অনুমান করা যায় না।


আরও পড়ুন: