যে কারণে মঞ্চে উঠেও নাচলেন না নোরা
ডেস্ক রিপোর্ট
205
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৪:১১:১৯ পিএম
বলিউলের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি। নাচের জন্যই এত জনপ্রিয়তা, এত খ্যাতি তার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানেও নাচবেন তিনি। তবে এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভক্ত-অনুরাগীরা ভেবেছিল মঞ্চ মতাবেন এই তারকা নৃত্যশিল্পী। কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও হতাশ হতে হয় তাদের।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মঞ্চে উঠলেও নাচেননি নোরা ফাতেহি। তাই অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।
ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরা নাচা না নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহি’র পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।
এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩