ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা মাতালেন আইটেম কন্যা নোরা ফাতেহি


ডেস্ক রিপোর্ট
285

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ১১:১১:৫১ এএম
ঢাকা মাতালেন আইটেম কন্যা নোরা ফাতেহি ফাইল-ফটো



শত বাধা পেরিয়ে ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা নোরা ফাতেহি। এসেই মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের মঞ্চে ওঠেন তিনি।

প্রথমে মঞ্চে নোরা ফাতেহির জমকালো এন্ট্রি। এরপর পর্দায় দেখানো হয় তার অভিনয় ও গান। পরে সহশিল্পীদের সঙ্গে নিয়ে হাজির হন নোরা নিজেই। এ সময় সহশিল্পীদের সঙ্গে নিজেও মেলান নাচের স্টেপ।

ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

নোরা বলেন, আমি ঢাকায় এসে ‘সুপার এক্সাইটেড’। দ্বিতীয়বারের মতো এলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।

এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর আড়াইটার দিকে ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা ছাড়বেন নোরা। তার পরবর্তী গন্তব্য কাতার। দেশটিতে অনুষ্ঠিতব্য জমকালো ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি।


আরও পড়ুন: