ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

পাঁচতারা হোটেল ছেড়ে স্টুডেন্ট হলে থাকবেন মেসিরা!


খেলা ডেস্ক
208

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ১০:১১:৪৯ এএম
পাঁচতারা হোটেল ছেড়ে স্টুডেন্ট হলে থাকবেন মেসিরা! ফাইল-ফটো



মাত্র একদিন বাদেই কাতার বিশ্বকাপ শুরু। তারই অংশ হিসেবে কাতারে পৌঁছেছেন লিওনেল মেসিরা। কিন্তু সেখানে বিলাসবহুল হোটেলে ছেড়ে তারা থাকবেন কাতার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলে! হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত আর্জেন্টিনার? তাহলে আসুন জেনে নেওয়া যাক নেপথ্যের কারণ।

আর্জেন্টিনার এই সিদ্ধান্তের প্রধান কারণ যাতে তারা বার্বিকিউয়ের আসর বসাতে পারে! কেননা, কোনও পাঁচতারা হোটেলে এটা করা সম্ভব নয়। কাতারে নামার পর দল কাতার বিশ্ববিদ্যালয়ে গিয়ে উঠেছে। সেখানকার স্টুডেন্ট হলে উঠেছে গোটা দল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। যাতে গোটা দল ‘আসাদোস’ খেতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত। এই ‘আসাদোস’ হল সাবেকি আর্জেন্টিনীয় বার্বিকিউ খাবারের একটি ডিশ।

[caption id="attachment_6643" align="alignright" width="486"]টুইট টুইট[/caption] [caption id="attachment_6644" align="alignright" width="514"]টুইট টুইট[/caption]

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক রয় নেইমার টুইটে মেসিদের থাকার জায়গার ছবি প্রকাশ করেছেন।

আর্জেন্টিনা ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বহুবার কাতার বিশ্ববিদ্যালয়ের এই হলে এসেছি। এখানকার পরিকাঠামো (বারবিকিউ) দুর্দান্ত। এখানে খোলা মঞ্চের মত জায়গা রয়েছে। যেখানে দলের ফুটবলাররা একসঙ্গে বসে ‘আসাদোস’ উপভোগ করতে পারেন। এটা ফুটবলারদের জন্য এবং আর্জেন্টিনার লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ।”

তিনি আরও যোগ করেন, “যতদিন দল কাতারে রয়েছে ততদিন আমরা দলকে ঘরোয়া পরিবেশ উপহার দিতে চাই। এটা করার সব থেকে ভালো উপায় হল যাতে করে তারা ঘরের খাবারের স্বাদ পায়। পাশাপাশি নিজেদের ফুটবলেও তারা ফোকাস করতে পারে।”

উল্লেখ্য, স্টুডেন্ট হলে নতুন করে বার্বিকিউ সিস্টেম লাগানো হয়েছে যাতে করে আর্জেন্টিনা দল তাদের ‘আসাদোস’ রান্না করে খেতে এবং উপভোগ করতে পারে। এই ডিশটি হল বার্বিকিউ করা মাংসের একটি ডিশ। যার উপর হাল্কা লবণ ছড়ানো থাকে। এরপর স্যালাদ এবং ওয়াইনের সঙ্গে ডিশটি খেতে দেওয়া হয়।

উল্লেখ্য, ২২ নভেম্বর আর্জেন্টিনা দল সৌদি আরবের বিপক্ষে তাদের কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে।


আরও পড়ুন: