ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

জুনে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চালু হচ্ছে


ডেস্ক রিপোর্ট
253

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ১০:১১:১৩ এএম
জুনে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চালু হচ্ছে ফাইল-ফটো



দেশের প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে কাজ করছে সরকার। বর্তমানে রেলওয়ের বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। আগামী বছর অর্থ্যাৎ ২০২৩ সালের জুনে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু হবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন আগামী জুনে চালু হবে। পাশাপাশি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলসেবা চালু হয়ে যাবে।

তিনি বলেন, ঢাকা-টঙ্গীর মধ্যে তৃতীয় ও চতুর্থ রেললাইন, টঙ্গী জয়দেবপুরের মধ্যে দ্বিতীয় রেল লাইন নির্মিত হচ্ছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ডাবল লাইন নির্মিত হচ্ছে‌। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে। একইসঙ্গে সারাদেশের মিটার গেজ রেললাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

নুরুল ইসলাম সুজন বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যাত্রীদের আরও ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। আগামীতে বাংলাদেশ রেলওয়েতে বিদ্যুৎচালিত ট্রেন যুক্ত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এতে আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।


আরও পড়ুন: