দাম কমলো পেঁয়াজের
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০২:১১:৪০ পিএম
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৫ টাকা। যা গত সপ্তাহে প্রকারভেদে বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা দরে। এখন সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকায়। দাম কমায খুশি সাধারণ ক্রেতারা।
সোমবার (১৪ (নভেম্বর) হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা আব্দুর রহমান বলেন, বর্তমানে বন্দরে পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১২-১৩ টাকার মতো কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে ৩৫-৩৯ টাকা উঠে গিয়েছিল, তা কমতে কমতে এখন ২৩-২৭ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের প্রথম থেকেই বন্দর দিয়ে আমদানি কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল বর্তমানে তা বেড়ে ১৫-২৫ ট্রাকে দাঁড়িয়েছে। পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গতকাল রবিবার ২৪টি ট্রাকে ৬৪৬ টন পেঁয়াজ আমদানি হয়।
তিনি আরো বলেন, এর আগে শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৫২৬ টন আমদানি হয়েছিল।
আরও পড়ুন:
বাণিজ্য সম্পর্কিত আরও
দাম কমলো স্বর্ণের
১৬ ফেব্রুয়ারি ২০২৩
সর্বোচ্চ হলো পাম অয়েলের দর
০৯ ফেব্রুয়ারি ২০২৩
ছবির গল্পে এনবিআরের অস্থায়ী রাজস্ব মিউজিয়াম
০৭ ফেব্রুয়ারি ২০২৩
এক বছরে ২,৫৪৮ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ
০৭ ফেব্রুয়ারি ২০২৩
অতিরিক্ত আড়াই লাখ কোটি টাকার রাজস্ব আয় লাগবে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
কিছু না করেই সঞ্চয়পত্রে আইএমএফের শর্ত পূরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৩