বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২৪
ডেস্ক রিপোর্ট
188
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২ | ১২:১০:০১ পিএম
র্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।
বুধবার(৫ অক্টোবর)র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগ পেয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকালে আসামীদের নিকট হতে সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নিয়মিতভাবে এসব এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল এবং গতরাতে বিদ্যুৎ না থাকায় সুযোগ গ্রহণ করে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩