ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ নোলক  


ডেস্ক রিপোর্ট
199

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৩:১১:৫৯ পিএম
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ নোলক   ফাইল-ফটো



মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ নির্বাচিত হয়েছেন আন নূর খান নোলক। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৮ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। সবাইকে পেছনে ফেলে নোলক সবার সেরা নির্বাচিত হন। বিজয়ী হওয়ার পর সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতায় ১ম রানার্সআপ হয়েছে কানিজ সুবর্না এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মেহেরীন হামিদ। প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন ফারিয়াল কামাল এবং ৫ম স্থান অধিকার করেন ফারহানা মোমেন।

মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় ‘মিসেস ট্যুরিজম’ খেতাব পেয়েছেন উল্ফা আকতার। ‘মিসেস এশিয়া’ হয়েছেন খাদিজা আকতার রাহা। আর ‘মিসেস আর্থ’ টাইটেল জিতে নিয়েছেন ইসপিতা শবনম স্বর্না।


আরও পড়ুন: