ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান


খেলা ডেস্ক
205

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০১:১১:৪৪ পিএম
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ফাইল-ফটো



টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড। বিশ্বাকপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক। এতে আগে ব্যাট করবে পাকিস্তান। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২ টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশ বদল করার ঝুঁকি নেয়নি দুই দলের কেউই। পাকিস্তান আর ইংল্যান্ড দুই দলই সেমিফাইনালজয়ী একাদশ ঠিক রেখেছে।

পাকিস্তান একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

ইংল্যান্ড একাদশঃ জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।


আরও পড়ুন: