ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৩ ডিসেম্বর ২০২২

রেকর্ড সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে এক্স-৩৭বি


ডেস্ক রিপোর্ট
212

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০১:১১:৩৩ পিএম
রেকর্ড সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে এক্স-৩৭বি ফাইল-ফটো



একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি শনিবার (১২ নভেম্বর) ভোরে পৃথিবীর মাটিতে অবতরণ করে। সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।

বাহনটি নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার রেকর্ড ভেঙে দিয়েছে।

দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।


আরও পড়ুন: